চাঁদ ডুবেছে ঘুম আসেনা
জাগবো কতো রাত
ভাঙছে দেখো মেঘের পাহাড়
তবুও জোটেনা ভাত।


বুকের পাঁজরে মরা জ্যোৎস্না
আজও দেয় উঁকি
জীবন যেন দাবার ঘুঁটি
নিতেই হবে ঝুঁকি।


হাসির দুনিয়া ভরেছে কান্নায়
সুখ হয়েছে চুরি
রঙিন জীবনে ধূসর গোধূলি
আলেয়ায় ছুটে মরি।


শান্তির ঘুম আসবে কবে
গাইবো কবে গান
মুক্তির স্বাদে বিষাদ ভরা
কাড়বে কতো প্রাণ!  


উড়ছে আকাশে অচিন পাখি
দেখি মধুর স্বপ্ন
ডানায় হয়তো আছে লুকিয়ে
আশার আলোতে মগ্ন।


   ****