আমার ঘুমন্ত অশ্রু ক্রমশ অলীক পাথর হচ্ছে -
বুকের পাঁজর থেকে কনকচাঁপার গন্ধ পাই মাঝে মাঝে
চেনা রোদ্দুর পুড়িয়ে দিচ্ছে পাথরের শরীর।


কেউকেই জবাবদিহি করতে হবে না কারুর কাছে
অথচ আমাকে দিতেই হচ্ছে আজীবন জবাবদিহি
অশ্রু ক্রমশ পাথর নীরব অভিমানে –


পাথরের বুক চিরে বেরিয়ে আসছে ছোট্ট ছোট্ট গাছ
পাথরে যে গাছ জন্মায় না দেখলে কেউ বিশ্বাস করবে না
অথচ সেই পাথর কাটতে কাটতে মানুষের জান বেরিয়ে যায়।


জ্যোৎস্নার মায়াবী রঙ মিশে যাচ্ছে রাতের বালুচরে
ঘুমন্ত মানুষও কখন যে পাথর হয়ে যায় কেউ জানে না
সময়ের বুকে ছুরি বসিয়ে আঘাত হানছে দুঃসময়।


রাত্তিরে ঘুম আসে না, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে অলীক পাথর
নক্ষত্রের আলোর সাথে মিশে যাচ্ছে সপ্তর্ষিমণ্ডলের উজ্জ্বল রঙ –
অথচ শব্দহীন ভাবে ঝরে পড়ছে বিবর্ণ অলীক পাথর।


      ********


রচনাকাল – ০৭/০৫/২০২১