ঠিকানা খুঁজছে পাখির দল -
দীর্ঘশ্বাস ফেলে মানুষ বলছে, ঠিকানা নেই
খোলা আকাশের নীচে সুখের বন্দর আছে।


পাখির ঠোঁটে কান্না লিখে রাখি
মানুষের কান্নাগুলো সারা শরীর জুড়ে
হাসিতে জমেছে বিকেলবেলার বিষণ্ণ মেঘ।


ঝড় উঠেছে হৃদয় উঠোনে -
পাখিরা কলতান করে অবুঝ আবদারে
বন কেটে তৈরি হচ্ছে নগর সভ্যতা
পাখিদের কান্না শুনবে কে?


নিজেদের অজান্তেই মানুষের অলীক ঠিকানাও হারিয়ে যাচ্ছে
দুঃস্বপ্নের উঠোন জুড়ে উড়ছে হতাশার ছাই
ঘন কালো মেঘে ঢেকে গেছে হৃদয়ের আকাশ।


ঠা ঠা রোদ্দুরে পুড়ে যাচ্ছে গরীব মানুষের বাসস্থান
সব্বার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে -
গাছ কোথায় গাছ, প্রকৃতির শরীরে কঠিন অসুখ
গাছ যতোই কাটবে বাঁচার ঠিকানা ততই অনিশ্চয় হয়ে পড়বে।


           *******


২৪ মে ২০২৩