এতদিন পর আকাশ জুড়ে পেঁজা তুলো মেঘের দেখা মিলল
শরৎকাল শেষের পথে -
হিমেল বাতাসের গন্ধ এখনও গায়ে লাগে নি।


মা দূর্গার দেখা মিলবে কার্তিক মাসে
দিগন্তের কাশফুল কেমন যেন ম্রিয়মান
শিউলি ফুল ঝরে যায় নীরবে অলীক অভিমানে।


একতারা হাতে উদাস বাউল মেঠো পথে গান গায়
আগমনী সুরে মেতে ওঠে হৃদয়ের উপবন
ভোরের শিশির ভিজিয়ে দেয় সবুজ বনানীর বুক।


আকাশ জুড়ে অভিমান ভরা মেঘ -
মা দূর্গার পদধ্বনি শোনা যায় দিগন্তের আঙিনায়
আলোর মিছিলে হাঁটতে হাঁটতে ক্লান্ত হবো না পুজোর কটা দিন।


          ******


রচনাকাল  -
১০ অক্টোবর ২০২৩