তুমিই হলে প্রকৃত নারী
তুমিই হলে মা
তোমার মুখে শুনিনি কখনো
বলছো তুমি ‘না’!

তোমার মুখে সদাই হাসি
কান্না ছিল বারণ
দুঃখে সুখে রাখতে বুকে
এটাই আসল কারণ!

অভাব ছিল সারা বছর
ছিন্ন মোদের ঘর
দুঃখ ভুলে অভাব ভুলে
খুললে হৃদয় দ্বার!

চাঁদের আলো এসে পড়ে
ভাঙা ঘরের কোনে
ঐ আলোতেই সুখ কিনেছি
নেইকী মোদের মনে!

সারা জীবন লড়াই শুধুই
করলে তুমি একা
দু’মুঠো ভাত করতে জোগাড়
কঠিন জীবন দেখা!

সুখে আছি ভাল আছি
তুমিই ভোরের আশা
আলোর পথিক তুমিই মাগো
তুমিই দেখালে দিশা!

   *****

( আজ বিশ্ব নারী দিবসে মাকে  নিবেদন )