আমার দূর্গার হারিয়ে গেছে শৈশবের মধুর দিন
বাসন মাজা কাপড় কাচা নেই তো খুশির বীণ।


আমার দূর্গা ফুটপাতে শোয় দেখে রঙিন স্বপ্ন
ভোরের আলো পড়তেই মুখে স্বপ্নটা হয় ভগ্ন।


আমার দূর্গার ঘরেতে অভাব রোজ জোটেনা ভাত
শীতের রাতে ঠান্ডায় কাঁপে কষ্টে কাটায় রাত।


আমার দূর্গার সংসার বড় করে বাঁচার লড়াই
জীবন যুদ্ধে আছে টিকে নেই যে কোনো বড়াই।


আমার দূর্গা শ্যামলা মেয়ে চোখের কাজলে জল
ভালোবাসার কাব্য লেখে করে না কখনো ছল।


আমার দূর্গার ইট ভাটাতে খাটে সকাল সন্ধ্যা
অভাবটাকে বুকে লুকায় তবুও নয় তো বন্ধ্যা।


আমার দূর্গার ছেঁড়া পোশাক অমলিন হাসি মুখ
স্বপ্নে আসে রাজ পুত্তুর হৃদয় দুয়ারে সুখ!


আমার দূর্গার বস্তির ঘরে আঁধার ভরা জীবন
সুখের খোঁজে ব্যর্থ হয়ে এসেছে দুখের মরণ।


আমার দূর্গার হয় না দেখা দূর্গা দেখার সাধ
হারিয়ে গেছে সুখের বেসাতি খুশিগুলো সব বাদ।


আমার দূর্গা লুকিয়ে কাঁদে সবাইকে হাসিয়ে হাসে
জীবনের স্রোতে দুঃখ ভাসিয়ে মানুষকে ভালোবাসে।


               ********


রচনাকাল - ২৪|১০|২০২০
মহা অষ্টমী//বাংলা - ৭ই কার্তিক ১৪২৭