সহজ সরল জীবনটা হারিয়ে যাচ্ছে কুয়াশার মত
সবুজ মাঠের বুক চিরে আঁকাবাঁকা রাস্তাটা মিশে গেছে দিগন্তে
ছোটবেলার দুরন্তপনার মায়াবী ছবিটা আজও চোখে ভাসে।


গ্রাম্য জীবনে মানুষের চাহিদা খুবই অল্প
দুবেলা দুমুঠো জুটে গেলেও যেন অনেক পাওয়া
কিন্তু দুমুঠো অন্ন জোটানটাই খুবই কষ্ট সাধ্য ...


অভাব ছিল, সরলতা ছিল তার চেয়েও বেশী
হিংসা, দ্বেষ, গ্রাম্য মানুষের জীবনে নেই
সংগ্রামটা ছিল দুমুঠো ভাতের জন্যে।


ধীরে ধীরে গ্রাম্য জীবনে এসেছে পরিবর্তনের ছোঁয়া
রাস্তা ঘাট হয়েছে পাকা, এসেছে বিদ্যুৎ
ঘরে ঘরে টিভি ফ্রিজও আসছে অনায়াসে...


মানুষের হাতে আসছে টাকা, রোজগারও বেড়েছে
কিন্তু ক্রমশ গ্রাম্য সরলতাও হারিয়ে যাচ্ছে –
পরোপকারের মানসিকতা কেমন করে যেন বিলীন হয়ে যাচ্ছে।


গ্রাম্য উচ্ছল হাসিতে দেখা দিয়েছে ক্রুরতা
মনের মধ্যে জন্ম নিয়েছে অবাধ হিংসা
অন্তর খুলে কথা বলার লোক হারিয়ে যাচ্ছে ক্রমশ।


ছোট্টবেলার ভালোবাসার অমৃত সন্ধান করতে গিয়ে আজ দিশেহারা
দূর থেকে তাকিয়ে দেখি গ্রামের ছবিটা হারিয়ে যাচ্ছে
গ্রাম্য গাছ গাছালি সবই আগের মতন আছে, শুধুই আগের সরলতা আর নেই।


          **********