জীবন ভেলায় ঝড় উঠেছে
সামাল সামাল রব
কান্না মিছিল চিতার আগুন
পুড়ছে মানুষ শব।

তুফানি হাসি গিয়েছে উবে
শুকিয়ে সবার মুখ
পাথর জীবন মেঘলা আকাশ
হারিয়ে গেছে সুখ।

মানুষের পাশে মানুষ আছে
কেউ পেওনা ভয়
জীবন যুদ্ধে লড়াই চাই
মানুষের নেই ক্ষয়!

মানুষ হল অমৃতের সন্তান
সামলে দেবেই ঝড়
কঠিন লড়াই পেরিয়ে মানুষ
ফেরাবে সুখের গড়।

ভোরের আকাশে নতুন সূর্য
পাখিরা গাইছে গান
ভুল থেকেই নেবে শিক্ষা
মানুষ ঈশ্বরের দান।

       ******

রচনাকাল - ১৫|০৫|২০২১