পুড়ে যাচ্ছে প্রকৃতির মনোরম রূপ
ঝলসে যাচ্ছে মানুষের অন্দর মহল
চল্লিশ ডিক্রি তাপমাত্রায় জ্বলছে বাংলা।


দগ্ধ জীবনে উচ্ছাস নেই -
আছে কান্না মিছিলের করুণ আর্তনাদ
তীব্রতর হচ্ছে ভাঙা জীবনের মলিন ছবি।


মাটির বুকে থেকে উঠে আসছে আগুনের হলকা
মেঘ মুক্ত নীল আকাশ জুড়ে গনগনে তাপপ্রবাহ।
পাখির ডানা পোড়ার গন্ধ পাচ্ছে সব্বাই।
      
মানুষ পোড়া গন্ধটা মানুষ পাবে কী করে
গরীবের উঠোনে ছড়িয়ে আছে একরাশ পোড়া ছাই
অন্দর মহলে এতো আর্তনাদ আর সহ্য হয় না!


পড়ন্ত বিকেলে রোদ্দুরের তেজ ক্রমশ ঠান্ডা হচ্ছে
ভাঙা ভাঙা কন্ঠস্বরে হারিয়ে যাচ্ছে মানুষের কান্না
হৃদয়ে বারান্দায় অনাগত সুখ খেলা করে সারা রাত্তির।


               ********


রচনাকাল  - ২৬|০৪|২০২২