জন্ম থেকে জ্বলছে শরীর
নেই প্রয়োজন আগুন
সুখের বন্দর দেখবো বলে
চেয়েছি একটা ফাগুন।


বিষাদ জীবনে এসেছে গোধূলি
জ্যোৎস্নার রঙ কালো
নিকষ আঁধার পেরিয়ে সবাই
কবে দেখবো আলো।


বৈশাখী মেঘ জমছে আকাশে
বাতাসে ঝড়ের খেলা
তছনছ হবে মানব জীবন
আঁধারে কাটবে বেলা।


প্রকৃতি কাঁদছে মানুষও কাঁদবে
বোবা হবে এই ধরা
অন্ধ হৃদয় সুখের মিছিলে
নামবে দুচোখে খরা।


গভীর নিশীথে ভেঙেছে ঘুম
মাটিতে মায়াবী গন্ধ
ঝড় উঠেছে হৃদয় মাঝে
দুয়ার কোরো না বন্ধ।


       ******


২৭ এপ্রিল ২০২৩