ভাঙা জ্যোৎস্নায় আঁধার কাটে না
কবে আসবে পূর্ণিমা তিথি -
চোখের কাজল থেকে নেমে গেছে কালো রঙ
তবুও অমানিশি নিয়েই ঘর সংসার পাতে মাটির উঠোনে।


হাত ধুয়ে বসে আছে পরিবার -
অন্ধ জ্যোৎস্নায় পাত পেড়ে দু'মুঠো খাবে ওরা
আলো আঁধারি পথ ধরে একদিন হারিয়ে যায় ঠিকানা
ছন্দহীন কক্ষপথে কোথায়ও পূর্ণ চাঁদের আলো নেই।


জীবনের ইতিহাসে দুঃখের কাব্য লেখা থাকে
অন্ধ জ্যোৎস্নায় কান্না মেঘের ঘনঘটা -
পথের দু'ধারে কাঁটায় ক্ষতবিক্ষত হয় বিস্তীর্ণ হৃদয় ভূমি
চোখের কাজল কখন যেন জঙ্গলপূর্ণ মেঠো পথ হয়ে যায়।


             ********


রচনাকাল -
৮ ডিসেম্বর ২০২৩