খড়কুটোর মত ভেসে গেছে আমার অতীত আমার বর্তমান
জানি না ভবিষ্যৎ কেমন হবে এই জীবনে
রঙ করা জীবনটাকে ভালোবেসে ছিলাম
এখন গোধূলির বিবর্ণ আলোর মত মনে হয়।


মায়াবী জ্যোৎস্না উঁকি দেয় হৃদয়ের বারান্দায়
উচ্ছল ঘুড়ির মত আকাশময় অবিরাম ছোটাছুটি
পাখিদের ডানার সঙ্গে তাল মিলিয়ে খুশির দোলায় ভাসতাম
মায়াবী রঙমশালে ভরে থাকত জীবনের চলার ছন্দ।


অগোছালো রোদ্দুরের সাথে মিশে গেছে ঘন কুয়াশার বন
ভবিষ্যৎ জীবনে কী আসবে না একটু আলোর রোশনাই
নাকি এমনি ভাবেই কেটে যাবে জীবনের বাকীটা সময়
দমকা হাওয়ায় খড়কুটো জীবন টিকে থাকবে কী?


চাবুকের সপাৎ সপাৎ শব্দে ঘুম ভেঙে যায় -
অভুক্ত মানুষ লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা
আমিও হয়তো ওদেরই একজন পরিযায়ী অভিক্ত প্রাণী
চোখ বুজেই দেখতে পাচ্ছি আমার অনাগত ভবিষ্যৎ দিনলিপি।


      ********


রচনাকাল – ২৮/১০/২০২০