পাথর কেটে রাস্তা বানাও
তোমরা যে মেহনতি
তবুও কেউই ভাবে না মানুষ
এই কী পরিনতি!


ইট পাথরের বুকের পাঁজরে
গরীবের রক্ত লেগে
মেহনতি মানুষ রোদ্দুরে পোড়ে
রাত্তিরে থাকে জেগে।


শ্রমের মূল্য পায় না ওরা
শিরদাঁড়া গেছে ফেটে
বিনা চিকিৎসায় ওরা মরে
জীবনটা যাচ্ছে কেটে।


শরীরের ঘাম শুকিয়ে রক্ত
পাথর চাপা বুক
সুখের বন্দর অনাহূত মেঘ
আসবে কবে সুখ?


বহুকাল হল হাসে নি মানুষ
জীবন কষ্টে ভরা
সুখ দুঃখের কাব্য লিখে
এসেছে মরুর খরা।


        *******


১৩ এপ্রিল ২০২৩