অঙ্ক খাতা হাতে তুলে
ভাবি সারাক্ষণ
কোনটা হবে ঠিক উত্তর
মাথা ঘোরে বনবন।


সিঁড়ি ভাঙা অঙ্কগুলো
নয়তো মোটেও সোজা
ত্রিকোণমিতি করতে গেলে
পাবে না একটুও মজা।


পাটিগণিতে বড্ড কাঁচা
সবই গুলিয়ে যায়
বীজ গণিতের সমীকরণ
মাথা চিবিয়ে খায়।


খাতার পাতা যায় ফুরিয়ে
অঙ্ক হয় না শেষ
জীবন খাতার সব পাতাতেই
রইবে তারই রেশ।


     *****


২২ জুলাই ২০২৩