লাল নীল সবুজ হলুদ কত রঙের ঘুড়ি
আকাশ ভরে গেছে রঙিন ঘুড়ির মেলায়
তাকিয়ে আছে ছেলে বুড়ো সব্বাই -
এ যেন অন্য এক নেশার ঘোর লেগে থাকে দুচোখে।


কে কাকে কাটবে সেই নেশাতেই মত্ত দুনিয়া
বাস্তব জীবনে কে কাকে টেক্কা দেবে কেউ জানে না
আমরা সব্বাই লড়াইতে ভীষণ রকম ব্যস্ত
জীবনটা যে ঘুড়ি নয় তা অনেকেই ভুলে যায়।


কাটা ঘুড়ি ভেসে চলেছে দিগন্ত ছেড়ে বহু দূরে
ঠিকানা বিহীন পথে অনন্ত ভেসে চলা –
ঘুড়ির কেটে গেলেই তার আয়ু সেখানেই শেষ
মানুষের জীবন ঘুড়ির মত একেবারেই নয়।


ঘুড়ির মত মানুষ কেন পারে না হাওয়ায় ভাসতে
অন্য সুখের মানে খুঁজে পেত তারা এই জীবনে
আকাশ জুড়ে একি অপরূপ শোভা, ঘুড়ির মেলা
ঘুড়ির মত কেন হয় না মানুষের মুখ খুশিতে রঙিন!


      ******


রচনাকাল – ২৩/০৯/২০২০