অনুকবিতা  - পথের শিশু
****************


পথের শিশু পথেই পড়ে
কাঁদে সারাটা দিন
দেখার কেউ নেই এখানে
ওরা পথিক দীন!


ছেঁড়া জামা ছেঁড়া মন
কেউ রাখেনা খোঁজ
দেবতার স্থানে দানে ব্যস্ত
দেয়না কেউই ভোজ!


       ********


অনুকবিতা  - কপাল
*************


জমির বুক ফেটে চৌচির
বৃষ্টির নেই দেখা
আকাশ পানে তাকিয়ে ভাবে
কপালে কী আছে লেখা!


কৃষকের মুখে ফুটবে হাসি
সময়েই হলে বৃষ্টি
জীবন নদী যাবে শুকিয়ে
কবে হবে সৃষ্টি!


         ******


অনুকবিতা  -  পথ
************


পথের কোথায় শেষ জানিনা
তবুও খুঁজি পথ
মন জোছনায় পুর্নিমা চাঁদ
দেখছি সোনার রথ!


পথ খুঁজতেই হবো সারা
জীবন হবে শেষ
সুখের পথে কাঁটা বিছনো
দুঃখের রইবে রেশ!


       *******


অনুকবিতা  -  স্বপ্ন কাজল
****************


চোখে আঁকা স্বপ্ন কাজল
স্বপ্ন সুখের ঘর
বিরহের মেঘ মন যমুনায়
কিসের করো দর!


সোহাগ নদী জল থৈথৈ
ডাকছে ভোরের পাখি
নুপূর ধ্বনির মধুর তালে
ছন্দ ওঠে দেখি।


    ******


রচনাকাল - ১৮/০৪/২০২০