তোমার পিঠ জুড়ে হেমন্তের মিঠে রোদ্দুর
শিশির বিন্দুর মোলায়েম স্পর্শে জেগে ওঠে শরীর
ব্যাকুল ওষ্ঠে খেলা করে ভৈরবী রাগ ...


অচেনা নদীতে ভেসে যায় সুবাসিত জীবন
দিগন্ত রেখায় লাল সূর্যের পদধ্বনি শোনা যায়
মৃদু বাতাসের হাত ধরে নেমে আসছে আঁধার!


ভালোবাসার ব্যাকরণের মধ্যে লুকিয়ে আছে স্পর্শের অধিকার
রাগ অনুরাগ গোপন হৃদয়ের অঙ্গ ...
পূর্বরাগ আছে বলেই ভালোবাসার এত মধুময়!


শরীরের বনভূমিতে শোনা যায় রাত্রিকালীন রাগ
বুকের আঁচল খসে পড়ছে নীরব ভালোবাসায় –
অনন্ত বিস্ময়ে জেগে থাকে নিদ্রাহীন চোখ যুগল!


অশ্বমেধের ঘোড়ার মত ছুটছে অন্তহীন প্রেম
ওষ্ঠের অনুরাগ ক্রমশ ভালোবাসায় পরিণত হচ্ছে
রঙিন জীবন উৎসব মুখর উল্লাসে ভাসে চলেছে!


        ********