আপোষ করে বেঁচে আছে সব্বাই ...
প্রতিবাদের ভাষা হারিয়ে গেছে মুখ থেকে
রাত্রির আঁধারে ডুবে যাচ্ছে পৃথিবীর যা কিছু ভালো
অক্টোপাসের মত জড়িয়ে যাচ্ছে সব কিছুই!


আপোষ করলেই দেখবে সবই চলছে ঠিকঠাক
ইচ্ছের গভীরতা সেখানে মেপে কোন লাভ নেই
চেতনা হারিয়ে যাচ্ছে সুস্থ বিবেক থেকে -
চোখে কালো চশমা পরে চলছে গোটা দুনিয়া!


শিমুল পলাশ কৃষ্ণচূড়া থেকে ফুল ঝরছে অবিরত
গাছগুলোও যেন প্রকৃতির সাথে আপোষে সামিল
উপেক্ষার বারান্দায় দাঁড়িয়ে সারি সারি ঝাউগাছের বন
সোঁ সোঁ শব্দে বিমোহিত হয় উচ্ছসিত নদী জল!


এখন আপোষ করে বাঁচতে শিখে গেছে মানুষ
সভ্য মানুষ জেনে গেছে কী ভাবে আপোষ করতে হয়
সরীসৃপের মত খোলস বদলে আপোষে দ্বিধা নেই
বিবেকের কাছে মাথা নুইয়ে আপোষ করে চিরকাল!


        ********