দীর্ঘশ্বাসের ভিতর লুকিয়ে আছে অলীক স্বপ্ন
অসমাপ্ত যৌবনে এসেও থমকে গেছে জীবনের পথ
কাশফুল নিয়ে ওদের মাথাব্যথা নেই।

দারিদ্র্যের ঘূর্ণাবর্ত জীবন তছনছ
নীল আকাশের নীচে অমাবস্যার কালো ছায়া
ভোরের আলোর মাধুর্য ওরা অনুভব করতে পারে না।


শারদীয়া উৎসব আসবে যাবে তবুও ...
ভোরের শিশির ভিজিয়ে দেয় হৃদয়ের হ্রদ
দারিদ্র্যের ভাষা অলিখিত থাক গোপন বন্দরে।


ঘুণপোকা কুরে কুরে খায় হাড় মজ্জা অস্থি
সারাটা জীবন লুকোচুরি খেলতে খেলতে কাটিয়ে দেয় শরীরের মধ্যে
অন্ধকারের কাব্যে পাণ্ডুলিপির ছেঁড়া পাতাগুলো আজও বড়ই বিবর্ণ।


           ******


রচনাকাল - ০১ অক্টোবর ২০২৩