আষাঢ় মানে বৃষ্টি ভেজা
নিরালা এক দুপুর
হৃদয় জুড়ে খুশির আবেশ
বাজছে কোথাও নূপুর।


আষাঢ় মানে শৈশব দিন
ফিরে ফিরে আসে
বৃষ্টি চাদর গায়ে জড়িয়ে
প্রকৃতি যেন হাসে।


আষাঢ় মানে ফুটবল মাঠ
ভিজতে ভিজতে খেলা
আষাঢ় এলেই পড়ে মনে
এসেছে রথের মেলা।


আষাঢ় মানে সারাটা দিন
ঝিরঝির সুরে বৃষ্টি
আষাঢ় ভেজায় জমির বুকে
কৃষক করবে সৃষ্টি।


আষাঢ় মানে মেঘের ভিতর
গুড়গুড় শব্দ শুনি
আষাঢ়ে গাও মুক্তির গান
হৃদয়ে স্বপ্ন বুনি।


       *****


রচনাকাল  - ০২|০৭|২০২২