আশার বাঁধি ঘর
  **********
সবুজ বনানীর বুক চিরে
মেঠোপথ চলে গেছে
ধানের ক্ষেতের অপরূপ শোভা
দুধারে ছড়িয়ে আছে!


শ্রমিক কৃষক যাচ্ছে মাঠে
জমিতে দিতে সার
ফসল ভাল ফলবে এবার
আশার বাঁধি ঘর!


   ****


     সুখের হাসি
     *******
ধানের বোঝা নিয়ে মাথায়
ফিরছে ঘরে চাষি
মুখে যেন সোনা রোদ্দুর
হৃদয়ে সুখের হাসি!


সারা বছর শ্রমেই আসে
এমন সোনার ফল
দুঃখ কষ্ট সবই ভোলে
নেই সেখানে ছল!


   ****