বৃদ্ধ বিকেল হামাগুড়ি দেয়
জোনাকির চোখ মুছে দেয় রাতের অন্ধকার
ঠিকানা বদলে গেছে অদৃষ্টের পরিহাসে
কপর্দকহীন অশান্ত জীবন।


সভ্যতার হাত ধরে হাঁটতে চাই সারাটা জীবন
প্রদীপ জ্বালিয়ে আঁধারের বুকে লিখে রাখি শৈশবের উপাখ্যান
ঢেউ ভেঙে ভেঙে এগিয়ে চলেছি অনন্তকাল  -
অন্তহীন পথ চলা, এ চলার কবে হবে অবসান?


ছলাৎ ছলাৎ শব্দে ঘুম ভাঙছে পৃথিবীর
বুকের ব্যথাটা ক্রমশ বাড়ছে ...
রক্তের উন্মাদনা থেমে গেছে
অ-সুখের ব্যালকনি থেকে ধূসর আকাশ দেখতে হয় সারা জীবন।


        ******


১৪ মার্চ ২০২৩