ঘন কুয়াশায় অন্ধ জীবন
কাব্য হারিয়ে যায়
হাসির চেয়ে কান্না বেশি
দুঃখ গিলে খায়।


তবুও মানুষ বাঁচতে চায়
ভালোবাসা আজ মৃত
মুখোশ পরে হাসতে চেয়েছি
ভিতরে গভীর ক্ষত।


ঝড়ের কবলে পড়েছে মানুষ
যায় না ঝড়কে দেখা
সন্ধ্যা নামুক মাটির উঠোনে
সবই কপালে লেখা।


পৌষের শীতে কুঁকড়ে শরীর
রক্ত হয়েছে জল
বসন্ত দিন আসবে কবে
আবার পাবো কী বল?


রোদ্দুর কুড়িয়ে দিন গুজরান
কুয়াশা আঁধার রাত
গভীর রাত অসহায় চাঁদ
এখনও জোটে নি ভাত।


          *******


রচনাকাল -
২৮ ডিসেম্বর ২০২৩