ছন্দহীন কক্ষপথে হেঁটে চলেছে মানুষ
অসুস্থ অন্ধকারে ঠিকানা খুঁজছে সব্বাই
ফসলের মাঠে থেকে এখনও কুয়াশা কাটে নি।


মানুষের সাথে মানুষের সম্পর্ক ক্রমশ বিবর্ণ হয়ে যাচ্ছে
মিছিল থেমে গেছে -
তবুও অলীক মিছিলে অসংখ্য কালো মুখ।


দিনান্তের রোদ্দুর ভেঙে ভেঙে সন্ধ্যা নামে
পাখিদের কলতানে মুখোরিত হয় আকাশ বাতাস
মধ্যবিত্ত জীবনে কলতান নেই, আছে শুধু একরাশ অভিমান।


রাত্তিরে ঘুম আসে না -
তবুও আতসবাজির মতো আলো ছড়াতে চায় মানুষ
রঙহীন জীবনে অসুস্থ অন্ধকার চিরস্থায়ী বসবাস করে।


             ******


রচনাকাল - ০৭ জানুয়ারী ২০২৪