কুয়াশায় ঢাকা সবুজ বনানী
যেন বরফের চাদর
শীত তো এবার যাবেই ফিরে
প্রকৃতির পাবে না আদর।


কিছু মানুষের শীতটা সুখের
গরীবের বড় কষ্ট
কুয়াশা মাড়িয়ে এগিয়ে চলেছে
সভ্যতা হয় নষ্ট।


পাইনের বনে ঝরছে পাতা
বসন্ত নাড়ে কড়া
খুশির হাওয়া গরীবের মুখে
বেঁচে আছে যেন মড়া।


ফাগুনের দিন এসেছে ফিরে
দখিন দুয়ার খোলো
অসুস্থ রোদ্দুর হামাগুড়ি দেয়
দুঃখ যন্ত্রণা ভোলো।


কুয়াশার নদীতে জলোচ্ছ্বাস হয়
এসেছে নতুন ভোর
কোকিল বলছে নেই কোনো ভয়
মনেতে আনো জোর।


       ******


রচনাকাল -
২০ ফেব্রুয়ারী ২০২৪