প্রতিটি বুকের মাঝে লুকিয়ে অসুস্থ সুখ
হিমেল বাতাসও সে কথা জেনে ফেলেছে
অক্টোপাসের মত গিলে খাচ্ছে শৈশব যৌবন বার্ধক্য।


এখন শিশিরের বুকে লেগেছে শীতের মাদল
সবাই এমন ভাব করছে যে সব্বাই ভীষণ সুখী
অসুস্থ সুখ বাসা বাঁধছে মনের গভীরে...


মরশুমি ফুলে ভরে গেছে বাগান থেকে দিগন্তে -
ভেতরের শতছিন্ন গেঞ্জির উপর একটা শৌখিন জামা
একটু চেষ্টা করে জামার ভেতরে চোখ রাখলে ছেঁড়া গেঞ্জি দেখা যায়।


সারি সারি ঝাউ গাছ দাঁড়িয়ে উপভোগ করছে শীতের কাঁপন
মানুষ এখন আর হিমেল বাতাস সহ্য করতে পারে না
অল্পেতেই ঠাণ্ডা লেগে যায় কারণ প্রকৃত সুখ তাদের অধরা।


দেরী করে হলেও শীত নেমেছে ধীরে ধীরে দেশ জুড়ে
ক’জন লোকই বা মোলায়েম শীতের উষ্ণতা অনুভব করে
বেশীর ভাগ লোকের যে খোলা আকাশটাই একমাত্র ঠিকানা।


           ********