অশ্বক্ষুরের শব্দে ঘুমন্ত মাটির বুকও জেগে ওঠে
দিগন্ত বিস্তৃত খোলা মাঠে হয় ঘোড়দৌড় -
সারিবদ্ধ ভাবে ঘোড়াগুলো ঘন্টা পড়ার সাথে সাথেই ছুটছে দুরন্ত গতিতে
একে অপরকে টপকে যাওয়ার নিরন্তর চেষ্টা।


ঘোড়ার ক্ষুরের শব্দে যেন মানুষের হৃদপিন্ড কেঁপে ওঠে
ধুলো উড়িয়ে ছুটে চলেছে রঙ বেরঙের ঘোড়া
শয়ে শয়ে মানুষ হাজির এই ঘোড়দৌড়ের মেলায়
শুকনো মাটির বুক চিরে ঘোড়া ছুটছে ছুটছে ছুটছে ...


পশ্চিম আকাশে ঢলে পড়ছে দিগন্তের রক্তিম সূর্যটা
রঙিন আভায় মিশে যাচ্ছে দুরন্ত ঘোড়ার আস্ফালন
ছোট্ট ছোট্ট ঘোড় সোওয়ারীর অভূতপূর্ব ঘোড়া চালনার দক্ষতা দেখার মতো
গোধূলির শেষ আলোটুকু শুষে নিচ্ছে অশ্বক্ষুরের শব্দ।


শেষ বাজিতে কে জিতবে তারই প্রতিক্ষায় সারা মাঠের অগনিত দর্শক
প্রতিটি মানুষও শেষ বাজিটা অনন্ত জিততে চায়
মানুষের জীবনের রঙও বদলে যায় ধুলো ওড়া গোধূলির রঙে ...
একটু একটু করে সন্ধ্যা নামছে দিগন্তের মায়াবী আলোকে বুকে জড়িয়ে।।


              ********


রচনাকাল - ২৮/০৩/২০২১
(দোল উৎসবের দিন)