আনমনে পুড়ে যায় সারাটা দুপুর
মাছরাঙা ধরে খায় ভরা এক পুকুর।

আধখানা চাঁদ লেগে আকাশের গায়
জোনাকি আঁধার রাতে শুধু পাক খায়।

বুকের উত্তাপে জেগে ওঠে রাত
ভালোবাসার গণ্ডি ভেঙে কুপোকাত।

উদাস বাতাসে ভাসে বিরহের গান
ফুল পাখি নদী জল বিধাতার দান।

মৌনতা ভেঙে দেখো অথৈ সাগর
হৃদয়ের মাস্তুলে দাঁড়িয়ে নাগর।

         ******