সবুজ মাঠের বুকে থেকে উবে যাচ্ছে মুক্ত বাতাস
তপ্ত দহনে জ্বলে পুড়ে যায় সবুজ শ্যামল বনানী
মরা আকাশে উড়ছে চিল শকুনের দল ...
মেঘহীন আকাশ থেকে ঝরে পড়ছে আগুনের হলকা।


দমবন্ধ আবহাওয়ায় মানুষ পাগল হয়ে যায়
অলিগলি ভেদ করে সূর্যরশ্মি প্রবেশ করেছে বস্তির অন্দরে
কবে হবে প্রতীক্ষার অবসান কবে আসবে অধরা বৃষ্টি
নতুন করে বেঁচে উঠবে সবুজের সমারোহ!


রাতের আকাশের মনোরম শোভা মানুষ আজও দেখে
সারাদিনের কষ্ট সামান্য লাঘব করে রাত্তিরের স্নিগ্ধ হাওয়া
খোলা মাঠ বারান্দা উঠোন জুড়ে শুয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয়
বেদনার আলপনা কিছুটা হলেও মানুষকে স্বস্তি দেয়।    


পূর্ণিমা চাঁদের আলোয় সাধারণ মানুষের হৃদয় আলোকিত করে
প্রতিটি রাতে সোনাঝরা জ্যোৎস্না কেন দেখা দেয় না
সারাদিনের ঘর্মাক্ত জীবন থেকে মুক্তির পথই হল সুখের ঘুম
জীবন চলে আপন গতিতে, সুখ দুঃখ থাকবে চিরকাল!


           ********