আগুন নিয়ে করছো খেলা
পুড়েই হবে ছাই
লেলিহান শিখা দাউ দাউ জ্বলে
কোথায় শান্তি পাই!


নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট
তবুও আগুনে হাঁটি
কবরে কিংবা চিতাতে ঘুমাও
পাবে না দু'মুঠো মাটি।


জোনাকি রাত গভীর আঁধার
দু'চোখ হয় না বন্ধ
আগুনের শিখা করছে ধাওয়া
পাচ্ছো কী ভয়ের গন্ধ?


দিকে দিকে জ্বলছে আগুন
বাইরে কিংবা ঘরে
জল দিয়ে কী যাবে নেভানো
ভয়েই মানুষ মরে।


বিধাতা বলছে আগুন নিয়ে
করিস নারে খেলা
ওই আগুনে পুড়বি তোরাই
জীবন কী খুশির ভেলা?


        ******


২৮ ডিসেম্বর ২০২২