অসুস্থ নদীতে শুয়ে আছে দেবতা  -
সারা শরীর জুড়ে মানুষের বিষাক্ত উচ্ছিষ্ট
আবর্জনায় ভরিয়ে দিচ্ছে নদীর বুক
সভ্য বিকলাঙ্গ মানুষ তবুও অহংকার করবে!


দু'চোখে জুড়ে স্বপ্নের কোলাহল
মেরুদণ্ডহীন সরীসৃপের মতো জীবন
ভরা যৌবন হারিয়ে যাচ্ছে দেশের সব নদীগুলোর
শুধুমাত্র মূর্খ মানুষের বিকৃত মানসিকতার জন্যে।


শ্রাবণের ধারায় ভেসে যায় চরাচর
নদীর ঠিকানা ক্রমশ বদলে যাচ্ছে যুদ্ধের রঙে
বৃষ্টিতে হারিয়ে যায় অলীক দীর্ঘশ্বাস
বাঁধ ভাঙছে, ডুবে যাচ্ছে নগর সভ্যতার অভিমান।


অসুস্থ নদী, অসুস্থ মানুষ  -
সুখের জীবন ভয়ে কাঁটা হয়ে থাকে
কখন জীবন তছনছ হয়ে যাবে এক লহমায়
প্রকৃতির ক্রোধ জানো তো সব্বাই ...


            ******


২৭ জুলাই ২০২৩