ডাস্টবিন থেকে এঁটো পাতা
তুলছে শিশুর দল
পেটের জ্বালা বড়ই জ্বালা
নেই সেখানে ছল।


এঁটো পাতার মধ্যে আছে
অনেক উচ্ছিষ্ট খাদ্য
উৎসব আয়োজন চলছে মণ্ডপে
বাজছে সানাই বাদ্য।


গরীব ওরা পায়না খেতে
চপ কাটলেট মাংস
ডাস্টবিন ঘাঁটলে পাবেই খাবার
ওরা গরীবের বংশ!


মরা চাঁদও ঘুমিয়ে পড়ে
ডাস্টবিনে চলে লড়াই
সভ্য সমাজ ভদ্র মানুষ
করছে তবুও বড়াই!


ভোরের আলোয় দেখতে পাবে
এঁটো পাতাও ফাঁকা
ওদের খবর কজন রাখে
ঘুরছে কালের চাকা!


   ****


রচনাকাল – ০৫/১১/২০২০