সন্ধ্যা নামে নদীর চরে
এখানে বাঘের ভয়
সুন্দরবনের মানুষগুলোর
কষ্টে জীবন বয়।


রাত্রিবেলা বাঘের গর্জন
প্রায়ই শোনা যায়
জলে কুমির ডাঙায় বাঘ
ওরা মানুষ গিলে খায়।


বাঘের সাথে লড়াই করে
বাঁচায় ওদের প্রাণ
সুন্দরী গরান সুন্দরবন
প্রকৃতির মহা দান।


সুখের জীবন পায় না ওরা
আসে কতো ঝড়
বন্যার জলে যায় ভেসে যায়
সুখের চরাচর।


আয়লা আমফান তুচ্ছ সবই
কঙ্কালে ধরে ক্ষয়
বাঘ বন্দী খেলাই জীবন
আসবে কবে জয়!


      ******


১০ আগস্ট ২০২৩