বৃষ্টি নেমেছে সারা বাংলা জুড়ে
মাটির বুক বৃষ্টির ছোঁয়া পেয়ে খুশিতে মাতোয়ারা
কৃষক গরু লাঙল নিয়ে চলেছে মাঠের পথে
তীব্র দাবদাহ থেকে মুক্তি পেয়েছে সব নাগরিক।


আষাঢ়ের বৃষ্টিতে ভিজছে প্রকৃতি ও মানুষ
পাখিদের ডানায় কাব্যের ছোঁয়া পাই
সারা আকাশ জুড়ে বাদল মেঘের ঘনঘটা
হৃদয় বন্দরে দাঁড়িয়ে আছে অনাগত সুখের কাব্য।


গ্রাম্য জীবনের রঙিন গল্পগুলো ক্রমশ জেগে উঠছে
বিবর্ণ প্রভাত কেটে গিয়ে খুশিতে ঝলমল করছে গ্রাম বাংলা
সময়ে বৃষ্টি হলে মানুষের যে কতটা উপকার হয় কৃষক ছাড়া কেউ বুঝবে না।


সকাল সন্ধ্যা ঈশ্বরকে ডাকছে মানুষ
সুখের বন্দরে যেন অনাহূত ঝড় না ওঠে
বৃষ্টির ছোঁয়ায় মানুষ বেঁচে উঠছে ধীরে ধীরে
বাদল মেঘের ঘনঘটায় ঝাঁপিয়ে নামছে বৃষ্টি।


             ********


২৬ জুন ২০২৩