সুখ চুরি হয়ে যায় নিজেদের অজান্তে
বধ্যভূমিতে দাঁড়িয়ে আছে অভুক্ত কঙ্কাল
চোখের মনি যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে
আর কতকাল নতজানু হয়ে থাকবে অভুক্ত সভ্যতা!


তবুও কবিতার জন্ম হয় আজন্ম কাল ধরে
কবিতা সব সময় অভুক্তের পাশে দাঁড়িয়ে থাকে
জীবন যুদ্ধের পরাজিত সৈনিকরা বধ্যভূমির কাঠগড়ায়
নীল জ্যোৎস্নায় কান্না লিখে রাখে মানব সভ্যতা।


উত্তুরে হাওয়ার দাপট কমছে ক্রমশ
বেঁচে থাকার জন্যে একটা লম্বা সময় লড়াই করতে হয়
মানুষ কখনও হারতে শেখে নি -
লড়াইয়ের আর এক নাম জীবনের রূপকথা।


            *******


রচনাকাল - ১১ জানুয়ারী ২০২৪