মনের ব্যাধি বড় ব্যাধি
যদি না করো দূর
হাসির তুফান যাবে হারিয়ে
বাজবে করুন সুর।

সুখের ঘরে অসুখ হাজির
হৃদয়ে কঠিন জরা
মনের ব্যাধি সারাও যদি
কাটবে দুধের খরা।

      *****