গনগনে তাপে পুড়ে যাচ্ছে প্রকৃতির রূপ
বৈশাখ মাসের তপ্ত দহনে দিগন্তে উড়ছে ধুলো ঝড়
ফসলের মাঠ ফেটে চৌচির বৃষ্টি হীনতার জন্যে ...


আম কাঁঠাল জাম পাকতে শুরু ক্রেছে বৈশাখের গরমে
হাওয়া অফিস কালবৈশাখীর আগাম কোন খবর দেয় নি
জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে কৃষকের পোড়া কপাল।


গ্রীষ্মকালে জলস্তর নেমে যাচ্ছে হু হু করে -
পানীয় জলের সমস্যা ক্রমশ তীব্রতর হচ্ছে শহর থেকে গ্রাম
মাইলের পর মাইল হাঁটছে প্রত্যন্ত এলাকার মানুষ একটুখানি জলের জন্যে।


গ্রাম বাংলার মানুষের জীবন আরও দুর্বিষহ হয়েছে
না আছে অর্থ না আছে দুমুঠো অন্ন সংস্থানের ব্যবস্থা
কঙ্কাল শরীর আরো শুকিয়ে যাচ্ছে চিন্তায় অভাব অনটনে।


বৈশাখ মাস জুড়ে বিভিন্ন পূজা পার্বণ মেলাতে মেতে ওঠে মানুষ
কিন্তু বর্তমান অবস্থায় সবারই মুখ শুকিয়ে গেছে
নেই মেলা পার্বণ, সুখ শান্তি – সবই উধাও জীবনের সুখের বারান্দা থেকে।।


          *******


রচনাকাল – ২১/০৪/২০২১