রোজ বিকেলে নদীর ধারে
করতাম ছোটাছুটি
হারিয়ে গেছে বাল্যকাল
নেই যে কান্নাকাটি।


ধীরে ধীরে নামতো আঁধার
নদীর চরাচরে
গোধূলি আলো শরীরে জড়িয়ে
ফিরতাম কুঁড়ে ঘরে।


নদীর স্রোতে ভেসে গেছে
মোদের ছোট্ট বাসা
খোলা আকাশ আঁধার জীবন
নেই তো বাঁচার আশা।


এখন সবাই শহর বাসী
ভুলতে পারি না গ্রাম
হৃদয় পটে কতো স্মৃতি
ভুলিনি নদীটির নাম।


নদীর জলে ভাসিয়ে ডিঙি
করতাম কতো খেলা
শহর জীবনে এসেছে সুখ
হৃদয়ে স্মৃতির ভেলা।


        ******


রচনাকাল  - ০৯|১০|২০২২