বৃষ্টিতে ভিজে যাচ্ছে বাংলা ভাষার দেবতা
জাতীয় সংগীত বাজছে সারা দেশে -
বাইশে শ্রাবণে অমরত্ব লাভ করেন নোবেল দেবতা।


হৃদয় গভীরে ডুব দিয়ে দেখি কী উত্তাল জলোচ্ছ্বাস
যেন বর্ণমালার সমুদ্র  -
যেন সাহিত্যের ভাসমান নাবিক
উত্তাল সমুদ্র থেকে এক একটা মণি মুক্তো নিয়ে সাহিত্যের বিশাল সম্ভার।


শব্দ অক্ষর বর্ণের এক অলীক অভিমান
বাংলা ভাষা ভিজছে অহংকারের গরিমায়
চন্দ্র সূর্য তারা অস্ত যায় -
অস্ত যায় না এক অক্ষর দেবতা
নাম - রবীন্দ্রনাথ।


        *****


৮ আগস্ট ২০২৩