মাটিতে গড়াগড়ি খায় শৈশব
শীতের সকাল, গ্রাম্য ভোর -
হামাগুড়ি দেয় পৌষের মিঠে রোদ্দুর।


কুয়াশায় ভেজা তুলতুলে নরম ঘাস
উত্তরে বাতাসে থিরথির করে কাঁপছে শরীর
সূর্যের প্রথম রোদ্দুরের উষ্ণতা পেয়ে মাথা তুলছে ঘাসের দল।


মাটির উঠোনে খেলছে উলঙ্গ শিশু
পাখিদের কলতানে মুখরিত গ্রাম বাংলা
শৈশবের স্মৃতিতে মায়ের আঁচলের গন্ধ ভেসে আসে আজও ...


আমার শরীর জুড়ে গ্রাম্য বর্ণমালার সুগন্ধ
কথা বলি বাংলায়, বাংলা প্রাণের ভাষা -
হৃদয় অলিন্দে আছে রবীন্দ্রনাথ নজরুল বিবেকানন্দ জীবনানন্দ ...


          *******


১৬ ডিসেম্বর ২০২২