চোখের জলে           স্তব্ধ বিকেল
         আঁধার ঘনিয়ে রাত
বয়সের ভারে           নতজানু দেহ
        ওঠেনা মুখেতে ভাত!


সময়ের স্রোতে             হারিয়ে গেছে
              হৃদয় রাঙানো দিন
অবেলায় আসে              বিরহের মেঘ
              ভুলেছে সকল ঋণ!


সোনালী আলোয়             ঝলমলে সুখ
           সোনাঝরা মিলন সোহাগ
চোখের কাজলে              শুকতারা হাসে
            গাইছে দুজনে বেহাগ!


যৌবন আজ              ছেঁড়া ক্যানভাস
           নষ্ট চোখের মণি
পথের ধুলোয়           হামাগুড়ি দেয়
        দুচোখে পড়েছে ছানি!


কোথায় গেল                রূপ যৌবন
         কোথায় ভোরের আলো
আঁধার পেরিয়ে             বার্ধক্য আসে
             জীবনের রঙ কালো!


হিমেল বাতাসে             কাঁপছে শরীর
               ধূসর হয়েছে ঠোঁট
শরীর বেঁকেছে             নষ্ট রোদে
             ঘুমায় জীবন বোধ!


               ******