একটি অলীক পুরুষ -
তাঁর মৃত্যুকে তিনি থোড়াই কেয়ার করেন
সারা শরীর জুড়ে বর্ণমালার সোনার ভান্ডার
অক্ষর বর্ণ শব্দের বিপুল খনি -
বর্ণমালার খনি থেকে বেরিয়ে এসেছে মনি মুক্ত।


বাইশে শ্রাবণ একটা দিন নয় -
এক অলীক মহাপুরুষের অমর প্রস্থান
বর্ণমালার জাদুকরের চোখের জলে শেষ বিদায়
কোটি কোটি বাঙালি  তথা বিশ্ববাসীর আপনজন
তিনি আর কেউ নন, বিশ্বকবি রবীন্দ্রনাথ।


তিনি পেলেন সাহিত্যে নোবেল
তাঁর সিংহাসনে তিনি একাই রাজা
তাঁর অমর সৃষ্টিতে বাংলা সাহিত্য অমর হয়ে থাকবে
ভারতবর্ষের জাতীয় সংগীতের স্রষ্টাকে জানাই প্রণাম।


গল্প উপন্যাস গান কবিতায় তিনি ছিলেন সমান পারদর্শী
তাঁরই সৃষ্ট রবীন্দ্র সঙ্গীত মানব জীবনের অঙ্গ  
বাইশে শ্রাবণ প্রয়াণ দিবসে শ্রদ্ধায় মাথা নত করি সব্বাই।


            *******


রচনাকাল - ০৮|০৮|২০২২
বাংলায় বাইশে শ্রাবণ ১৪২৯ সন।