বর্ণমালার বিছানায় শুয়ে আছি সারা রাত
শান্তিতে ঘুমোতে দেয় না
অক্ষর বর্ণ শব্দের কোলাহল ...
পাণ্ডুলিপির মিষ্টি হাসি হৃদয় আবেশিত করে।


ছন্দ লয় শব্দের এক মায়াজাল
মানুষ জানে না শব্দের আলোক মালায় রাত্তির ভাসে
কবিরা কুড়িয়ে নেয় মণি মুক্তো
কলম কথা বলে রাত্তির যতো গভীর হয়।


রাত পাখিরা ঘুমিয়ে পড়েছে কবিরা এখনও জেগে
ঝড় উঠেছে হৃদয় মাঝে লিখছে নীরব রাতে
জোনাকির শরীর জুড়ে রঙিন বর্ণমালা খেলা করে।


রাত ভোর হয়, ঘুম থেকে উঠে গেছে পাখির দল
অলীক স্বপ্ন ভেঙে যায় ...
সাদা কাগজে একটাও অক্ষর নেই
সৃষ্টি নেই, কাব্য নেই -
কবিদের মৃত কঙ্কাল এখনও বিছানায় পড়ে আছে।


          ********


১৯ মে ২০২৩