দুঃসময়ের বোঝা বইতে বইতে মানুষ ক্লান্ত
দেখতে দেখতে আরও একটি বছর শেষ –
জুতোর সুকতলা ক্ষয়ে গিয়ে রক্ত ঝরছে।


আকাশ জুড়ে ঘন কুয়াশার আস্তরণ -
দম বন্ধ হয়ে আসছে অতি সাধারণ মানুষের
শিশির বিন্দুর টপটপ শব্দে ঘুম ভাঙছে প্রকৃতির।


নতুন বছর আসবে, আবার বছর বিদায়ও নেবে
পার হয়ে যাচ্ছে একটার পর একটা ঋতু – শীত, গ্রীষ্ম, বর্ষা
পূর্ণিমা চাঁদের আলো মুছে কখন যে অমানিশি হয়েছে মানুষ বুঝতেও পারেনি।


স্বপ্নের চোরাগলিতে ভেসে যাচ্ছে স্বপ্নভঙ্গের কান্না -
শব্দহীন অন্ধকারে দুঃখের উপনিবেশে একরাশ হাহাকার
দুঃসহ দুটি বছর পেরিয়ে আরও একটি নতুন লড়াইয়ের প্রস্তুতি ...


কান্নার রঙ মিশে যাচ্ছে গোধূলির রঙচটা নদীতে
বাঁচবার পথ নেই, তবুও বেঁচে থাকতে হবে নতুন শপথের অঙ্গীকার নিয়ে
হৃদয়টা করবো পাথর, পুরনো স্মৃতিকে ভুলে গিয়ে আবার চলবো পথ একসাথে।।


     *******


রচনাকাল – ৩১/১২/২০২১