বারুদের ঘর করি বসবাস
কখন হবে যে মরণ
আতসবাজি জীবন জীবিকা
হৃদয়ে রক্ত ক্ষরণ।


ঘরে বাইরে নাবালক রোদ
হঠাৎ দেয় যে উঁকি
উপায় কোথায় বারুদের স্তূপে
নিয়েছি মরণ ঝুঁকি।


আকাশে ফাটছে আতসবাজি
খুশিতে ভরছে মন
আঁধারেই থাকে কারিগর কুঁড়ে
কোথায় আপনজন!


আঁধারের বুকে কাব্য লিখি
আইনকে দিয়ে ফাঁকি
আতসবাজির পশরা সাজিয়ে
স্বপ্নের জাল আঁকি।


বারুদ গন্ধে প্রাণ হাঁসফাঁস
তবুও বানাই বাজি
আকাশ জুড়ে এতো রোশনাই
হাসিয়ে মরতে রাজি।


      *****


রচনাকাল  - ২১|০৪|২০২২