বারুদের স্তূপে দাঁড়িয়ে মানুষ
শুকিয়ে বিবর্ণ মুখ
আকাশে বাতাসে বারুদ গন্ধ
কোথায় পাবে সুখ!


বাঁধছে বোমা ফাটছে বোমা
দুর্বিসহ জীবন
শিশু থেকে কিশোর কিশোরী
সব্বাই লিখছে মরণ।


মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবে
এমন রোদ্দুর কই
যারা বলেছিল বাঁচতে দেবে
তারাই কেড়েছে মই।


বারুদের স্তূপ হাসছে দেখো
মানুষ পেয়েছে ভয়
ধ্বংস লীলায় দোল উৎসব
হৃদয় হচ্ছে ক্ষয়।


ক্যানভাসে আঁকা জীবনের রঙ
ভাঙা আতস কাঁচ
বারুদের স্তূপে উল্লাস করে
নাচবি কতো নাচ!


       ******


২৩ ফেব্রুয়ারি ২০২৩