শীতের চাদর গিয়েছে সরে
এসেছে বসন্ত দিন
আকাশ জুড়ে রঙের ছোঁয়া
হৃদয়ে খুশির বীণ।


দখিনা হাওয়ায় জুড়াবে শরীর
মনটা উঠছে নেচে
হিমেল বাতাসে উড়ছে ধুলো
বসন্ত এসে গেছে।


শীতে কষ্ট পেয়েছে মানুষ
যাদের পোশাক নেই
গরম পোশাকে আয়েস করবে
এমন সাধ্য কই!


কুয়াশায় ঢাকা প্রকৃতির শোভা
যায় না কিছুই দেখা
মেঘের মিনারে লুকিয়ে আছে
মোদের ভাগ্য লেখা।


স্বপ্নের রঙ বদলে গেছে
মানুষ ভুলবে ভুখ
বসন্ত রোদ্দুর শরীর মেখে
পাবে একটু সুখ।


       ******


০৭ ফেব্রুয়ারি ২০২৩