ঠোঁটটা কামড়ে শুয়ে আছে একটা নদী
এতো তীব্র স্রোত তবুও ঠোঁটটা কিছুতেই ছাড়ছে না
যেন ভালোবাসার ত্রিবেণী সঙ্গম ...
সোহাগের স্পর্শে কবিতা হয়ে ওঠে বসন্তের নদী।    


চাঁদের আলোয় আলোকিত হয় দুই ঠোঁটের সঙ্গমস্থল
ভেঙে চুরমার হয় ভালোবাসার মৌতাত
ঋতু বদলে যায় প্রেমের মতো প্রাকৃতিক নিয়মে।


বসন্তের ভোর বাতাসে কুয়াশার ঘনত্ব অনেক বেশি
কিছুই  দেখা যায় না প্রভাতের রাজপথ
রঙিন আবিরের গন্ধ নিতে চায় ভালোবাসার মানুষ।


মৌমাছিদের গুনগুন শব্দে জেগে উঠছে ঈশ্বরের বাগান
হৃদয়ের বারান্দায় ফুটে আছে টগর গোলাপ জুঁই চামেলি
সুগন্ধে মঁ মঁ করছে ভালোবাসার উঠোন।


বসন্তের নদীতে ভেসে চলে সোহাগের ডিঙি
শিমুল পলাশের অব্যক্ত কথা শুনে কোকিল কুহু কুহু রবে গান গায়
ভালোবাসার মানুষটিকে একান্ত আপন করে জড়িয়ে ধরতে চায় সব্বাই।


          ******


০৮ ফেব্রুয়ারি ২০২৩