টানাটানির সংসার -
বড্ড বাঁচতে ইচ্ছে করে
চাঁদ ডুবে গেছে অনাগত অন্ধকারে
টিমটিম করে জ্বলছে প্রদীপের শিখা।


হৃদয়ের উঠোনে গভীর আঁধার
জীবনটা যেন শুষ্ক মরুভূমি  -
চাতক পাখির ঠোঁটে বসন্তের তৃষ্ণা
উপোসে থাকা এখন অভ্যাস হয়ে গেছে।


ভেঙে গেছে উড়ন্ত পাখির ডানা -
যন্ত্রণায় ছটফট করছে আধমরা গোধূলি জীবন
ডানায় লুকিয়ে আছে মুক্তির স্বাদ
হৃদয়ের উদাসীন মরুভূমি থেকেও রক্ত ঝরছে।


পাল তোলা নৌকা ভেসে যায় দখিনা হাওয়ার ছোঁয়ায়
ঘন কুয়াশার আস্তরণ পেরিয়ে নতুন করে বাঁচতে চাই
টানাটানির সংসারে সুখ শান্তি আসবে কিনা জানি না
কঙ্কাল শরীরে নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হয়
তবুও ভারী বোঝাটি বইতে হবেই সারা জীবন।


               ******


১৬ ফেব্রুয়ারি ২০২৩