শুকনো মাটি যাচ্ছে সরে
ফাটল সুখের ঘরে
ভাঙছে বাঁধ ভাঙছে পাড়
বসত বাড়িটাও নড়ে।


হাসি মুখটা যায় শুকিয়ে
বাড়ছে জলের গতি
ফুলে ফেঁপে উঠছে নদী
কোথায় আলোক জ্যোতি!


পূর্বপুরুষ থাকুক মাথায়
ভিটেটা হবে না রক্ষা
হাঙর নদী গিলছে সবই
হয়েছে কঠিন যক্ষ্মা!


শ্রাবণ ধারায় যাচ্ছে ভেসে
বসত বাড়ির সুখ
চন্দ্র সূর্য গ্রহ তারা
লিখলে কপালে দুখ।


শনির দশা কাটবে কবে
জানে না তো কেউ
সাত সমুদ্র তেরো নদীর
হাজার কোটি ঢেউ।


      *****


২ আগস্ট ২০২৩